৮০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক❗
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
"ম্যানেজার ও সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে নেমেছে হাইকোর্ট কমিশন”
অসম কাঁদছে, রহস্য ঘনাচ্ছে❗
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অহমিয়া গায়ক-নায়ক জুবিন গর্গ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছিল স্কুবা ডাইভিং দুর্ঘটনা, কিন্তু দিন যত গড়াচ্ছে, রহস্য ততই ঘনাচ্ছে।
স্ত্রী গরিমা শইকিয়া গর্গ জানিয়েছিলেন, সাঁতার কাটার সময় মৃগীর অ্যাটাক হয়েই তাঁর মৃত্যু ঘটে। কিন্তু জুবিনের ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী এক বিস্ফোরক দাবি করে জানান—এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুন!
⚠️ “বিষ খাইয়ে খুন করেছে ম্যানেজার” — দাবি শেখরের
শেখর জ্যোতি অভিযোগ করেছেন, জুবিনকে বিষপ্রয়োগ করে হত্যা করেছেন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সহযোগী শ্যামকানু মহন্ত।
👉 শেখরের ভাষায় —
> “সিঙ্গাপুরে সন্দেহজনক আচরণ করছিল সিদ্ধার্থ। জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বেরোতে দেখা গেলেও তিনি বলেছিলেন, এটা কেবল ‘অ্যাসিড রিফ্লাক্স’। অথচ, তখনই দ্রুত হাসপাতালে নেওয়া উচিত ছিল।”
তিনি আরও জানান, ইয়ট পার্টির পানীয় সরবরাহের দায়িত্ব নিজের হাতে নেন সিদ্ধার্থ। জুবিন অসুস্থ হওয়ার আগে যে মদ পরিবেশন করা হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
💬 “যাবো দে, যাবো দে!” — ভয়ংকর মুহূর্ত
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জুবিনের মুখ থেকে ফেনা ওঠার সময় সিদ্ধার্থকে চিৎকার করে বলতে শোনা যায়—
> “যাবো দে, যাবো দে!”
অর্থাৎ “যেতে দাও, ছেড়ে দাও।”
এই কথাগুলিই এখন সামাজিক মাধ্যমে জল্পনার কেন্দ্রবিন্দু।
শেখর আরও বলেন,
> “জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন। এমনকি আমাদের সাঁতার শেখানোর অভিজ্ঞতাও তাঁর ছিল। তিনি কোনোভাবেই স্বাভাবিকভাবে ডুবে যেতে পারেন না।”
⚖️ বিচার বিভাগীয় তদন্তে নেমেছে অসম সরকার
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।
গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়া এই কমিশনের নেতৃত্ব দেবেন।
মুখ্যমন্ত্রী জনগণকে আহ্বান জানিয়েছেন—
> “যাঁদের কাছে এই ঘটনায় কোনো তথ্য বা সন্দেহ আছে, তাঁরা যেন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।”
🧾 স্ত্রীর জবানবন্দি ও ময়নাতদন্ত রিপোর্ট
এদিকে, জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ শুক্রবার CID দাখিলকৃত FIR-এর বিষয়ে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছেন।
রাজ্য সরকার জানিয়েছে, তারা সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছে। শিগগিরই গুয়াহাটি মেডিকেল কলেজের দ্বিতীয় রিপোর্ট প্রকাশ করা হবে।
🔍 তদন্তে নেমেছে এসআইটি
এখন পর্যন্ত এই ঘটনায় চারজন গ্রেফতার হয়েছেন।
এসআইটি সূত্রে জানা গেছে, তারা এখন সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের বিবৃতি যাচাই-বাছাই করছে।
সিঙ্গাপুরে একই ইয়টে থাকা প্রবাসী ভারতীয়দের (NRIs) সাথেও যোগাযোগের চেষ্টা চলছে।
🕯️ অসমের হৃদয়ে গভীর শোক
জুবিন গর্গ ছিলেন কেবল একজন গায়ক নন, অসমের এক সংস্কৃতিক প্রতীক। তাঁর মৃত্যুর পর গোটা রাজ্য আজও শোকাহত।
তবে প্রশ্ন একটাই —
> “জুবিনের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, না ভয়ংকর ষড়যন্ত্রের ফল?”
উত্তর খুঁজছে গোটা দেশ।
🔗 সূত্র: জি ২৪ ঘণ্টা ডিজিটাল, PTI, স্থানীয় গণমাধ্যম
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ
মধ্যনগরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ