• Fri, Aug 2025

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, রাব্বি পরিবার নিয়ে মহাখালীর হাজারীবাড়ীতে থাকেন। বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

 

বন্ধু ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার হত্যাকারীর পরিচয় জানাতে পারেনি।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বিকে কুপিয়ে আহত করা হয়। তার বাম পায়ের উরু ও ডান হাতের কনুইতে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত। তারা আগেও একাধিকবার রাব্বির অফিসে গিয়েছিল।

 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত মামলা গ্রহণ ও তদন্ত শুরু করা হবে।