হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি
হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি
ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিব হোসেন। পরে তাকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে।
রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, রাকিব বিশ্ববিদ্যালয়ের ‘ঠিকাদারির জামানতের টাকা’ নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দেওয়া হয়েছে।
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর কালবেলাকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Very active and responsible person
হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি
হাওর জনপদে নির্বাচনী জোয়ার: বিএনপির সাত, জামায়াতের এক প্রার্থী মাঠে
অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প