৮০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক❗
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
পাশে দাঁড়াল মধ্যনগর উপজেলা প্রেসক্লাব
দারিদ্র্যের কষাঘাতে পথচলা হলেও থেমে নেই ফারজানা আক্তার আঁখির স্বপ্ন। মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে সকলকে চমকে দিয়েছে। তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করা।
ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। জীবনের কঠিন দারিদ্র্যের মাঝেও মেয়ের স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। তিনি বলেন,
"শিক্ষার প্রতি আমার মেয়ের অদম্য আগ্রহ আর কঠোর পরিশ্রমের ফলেই আজ সে বিদ্যালয়ের সেরা রেজাল্ট করেছে। আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সব দুঃখ-কষ্ট ভুলে যাই।"
ফারজানার এই সাফল্য ও ভবিষ্যৎ স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন,
"ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। সমাজের বিত্তবান, বিবেকবান ও দানশীল মানুষরা যদি এমন মেধাবীদের পাশে দাঁড়ান, তবে তারা একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় অবদান রাখবে।"
উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই কৃতি শিক্ষার্থীকে ঘিরে শুধু মধ্যনগর নয়, গোটা সুনামগঞ্জ জুড়েই বইছে শুভকামনার বার্তা।
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
"ম্যানেজার ও সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে নেমেছে হাইকোর্ট কমিশন”
মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ