৮০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক❗
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
লক্ষণ, কারণ ও চিকিৎসা:-
📌 সারাংশ এক নজরে
🦠 স্ক্যাবিস একটি ত্বকের রোগ, যা সারকোপ্টেস স্ক্যাবি মাইট দ্বারা হয়
😰 তীব্র চুলকানি ও ফুসকুড়ি এর প্রধান লক্ষণ
🤲 শারীরিক সংস্পর্শ ও সংক্রমিত কাপড়–বিছানাপত্রের মাধ্যমে ছড়ায়
💊 ওষুধ ও মলম ব্যবহারে নিরাময়যোগ্য
👨👩👧 আক্রান্ত ব্যক্তির পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হয়।
সারকোপ্টেস স্ক্যাবি (Sarcoptes scabiei) নামের অতি ক্ষুদ্র মাইটের সংক্রমণে সৃষ্ট একটি ত্বকের রোগ হলো স্ক্যাবিস। এ মাইট ত্বকের ভেতরে গর্ত তৈরি করে সেখানে ডিম পাড়ে, ফলে আক্রান্ত স্থানে তীব্র চুলকানি ও ফুসকুড়ি দেখা দেয়।
চিকিৎসকরা জানান, স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি মূলত শারীরিক সংস্পর্শ, সংক্রমিত কাপড় বা বিছানাপত্রের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে।
লক্ষণ:-
তীব্র চুলকানি, বিশেষত রাতে
পাতলা গর্তের মতো দাগ বা লালচে ফুসকুড়ি
ফোসকা ও ঘা
শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে চুলকানির প্রবণতা বেশি
সাধারণত আক্রান্ত হয়—
আঙুলের ফাঁক, কব্জি, কনুইয়ের ভাঁজ, বগল, কোমর, পিঠ, হাঁটু, পায়ের তালু, স্তনের চারপাশ এবং পুরুষের যৌনাঙ্গ।
কারণ:-
মাইক্রোস্কোপিক আট-পা বিশিষ্ট মাইটের সংক্রমণই স্ক্যাবিসের মূল কারণ।
চিকিৎসা:-
স্ক্যাবিস সহজেই নিরাময়যোগ্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-স্ক্যাবিস মলম ও ওষুধ ব্যবহার করলে সুস্থ হওয়া যায়। তবে চিকিৎসা শুরুর পরেও কয়েকদিন চুলকানি থাকতে পারে। সংক্রমণ এড়াতে আক্রান্ত ব্যক্তির পাশাপাশি তার সংস্পর্শে আসা সবাইকে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি কাপড়, বিছানাপত্র ও তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকানো জরুরি।
ঢাকার একজন চর্মরোগ বিশেষজ্ঞ বলেন, “স্ক্যাবিস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই রোগীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তার পরিবারের সবাইকে চিকিৎসার আওতায় আনা জরুরি।”
বিশেষজ্ঞদের মতে, শরীরে অস্বাভাবিক চুলকানি বা ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
"ম্যানেজার ও সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে নেমেছে হাইকোর্ট কমিশন”
মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ