• Thu, Oct 2025

রয়েল এনফিল্ডসহ ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার: মৌলভীবাজারে আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার

রয়েল এনফিল্ডসহ ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার: মৌলভীবাজারে আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার

পুলিশ প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করে।

মৌলভীবাজারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি রয়েল এনফিল্ডসহ পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—

বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর

তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন

মো. বাবুল হোসেন


তারা তিনজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

ওসি জানান, গত ২১ আগস্ট মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় মাহবুব হাসানের ভাড়া বাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করে। এরপর ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী দাসকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে তোফাজ্জল হোসেন ও বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় বাবুল হোসেনের কাছ থেকে একটি চোরাই পালসার মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যে কিশোরগঞ্জের ভৈরবের পলতাকান্দা গ্রামে অভিযান চালিয়ে মামলার চুরি যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে ভৈরবের সোহানের কাছে বিক্রি করত। মূলহোতা সোহানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।