• Thu, Oct 2025

সুনামগঞ্জে ১১ টন ভারতীয় কয়লা জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জে ১১ টন ভারতীয় কয়লা জব্দ, গ্রেফতার ৩

মধ্যনগরে পুলিশের অভিযানে নৌকা- কয়লাসহ ৩ চোরাকারবারি আটক

প্রেস রিলিজ

মধ্যনগর থানা, সুনামগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় জ্বালানী কয়লা, ইঞ্জিনচালিত নৌকা ও তিন আসামি আটক।

জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ-এর দিক নির্দেশনায় এসআই বিকাশ সরকার, এএসআই শাহ আশরাফুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের অন্তর্গত জমশেরপুর গ্রামের উত্তর পাশে রুপেশ্বর হাওড়ের জোড়খলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানা যায়, অবৈধভাবে নদীপথে কলমাকান্দা থানা এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারতীয় জ্বালানী কয়লা বিক্রয়ের উদ্দেশ্যে নৌকাযোগে পরিবহন করা হচ্ছিল। এ সময় ০১টি ইঞ্জিনচালিত স্টিলবডি পুরাতন নৌকা (মূল্য অনুমান ৫,০০,০০০/- টাকা) এবং ৩২০ বস্তা ভারতীয় জ্বালানী কয়লা (প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি, মোট ১১,২০০ কেজি বা ১১.২ মেট্রিক টন) উদ্ধার করা হয়। প্রতি কেজি কয়লার মূল্য আনুমানিক ১০ টাকা হিসেবে উদ্ধারকৃত কয়লার মোট মূল্য দাঁড়ায় ১,১২,০০০/- টাকা। নৌকাসহ সর্বমোট মালামালের মূল্য আনুমানিক ৬,১২,০০০/- টাকা।

উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সকাল ১১.৩০ ঘটিকায় জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

পরবর্তীতে একই তারিখ দুপুর ০২.০৫ ঘটিকার সময় থানায় হাজির হয়ে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে—
১। খুরশিদ আলম (২৯), পিতা- মোঃ হরমুজ আলী, মাতা- মোছাঃ পিয়ারা খাতুন,
২। মোঃ রাশেদ মিয়া (২৩), পিতা- মোঃ লায়েছ মিয়া, মাতা- মোছাঃ রোকেয়া খাতুন, উভয় সাং- চারাগাঁও সংসারপাড়,
৩। দীন ইসলাম (২২), পিতা- আব্দুল বারেক, মাতা- আনোয়ারা খাতুন, সাং- কলাগাঁও, সর্ব থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ—
সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামির বিরুদ্ধে এসআই বিকাশ সরকার বাদী হয়ে এজাহার দায়ের করেন।

এ বিষয়ে মধ্যনগর থানায় মামলা নং-০৪/৬১, তাং- ১১/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- The Special Powers Act 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয় এবং মামলার তদন্তভার এসআই মোঃ লুৎফুর রহমানকে অর্পণ করা হয়েছে।