৮০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক❗
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
মধ্যনগর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী, জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণই একমাত্র পথ।”
এ সময় বক্তারা দেশের বর্তমান সংকট মোকাবেলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের দাবি জানান।
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
"ম্যানেজার ও সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে নেমেছে হাইকোর্ট কমিশন”
মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ